Friday, April 19, 2024
spot_img
Homeবাংলাপ্রথম প্রটোটাইপ গাড়ি উন্মোচনের মাধ্যমে শাওমির অটোমোবাইল মার্কেটে যাত্রা শুরু হচ্ছে

প্রথম প্রটোটাইপ গাড়ি উন্মোচনের মাধ্যমে শাওমির অটোমোবাইল মার্কেটে যাত্রা শুরু হচ্ছে

স্মার্টফোনের মার্কেটে শাওমি একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম। তবে শাওমি এবার অটোমোবাইল মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে এবং তাদের প্রথম গাড়ির ডিজাইন সামনের আগস্ট মাসে জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শাওমির গাড়ি

বর্তমানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ ভবিষ্যৎ দুনিয়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনেক বেশি থাকবে। টেসলা সর্বপ্রথম এই ট্রেন্ড জনসম্মুখে নিয়ে আসে। বর্তমানে অধিকাংশ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ২০৩০ সালের মধ্যে হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ির নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়।

এর আগে অ্যাপল কোম্পানি বৈদ্যুতিক গাড়ি বাজার নিয়ে আসবে এরকম গুজব ছড়িয়ে গিয়েছিল। তবে শাওমি যে অটোমোবাইল মার্কেটে পা রাখবে এ ধরনের কথা আগেও শোনা গিয়েছিল তবে তখন কেউ গুরুত্ব দেয়নি। ২০২২ সালে যে xiaomi তাদের প্রথম গাড়ির ডিজাইন সবার সামনে নিয়ে আসবে এটা অনেকটাই নিশ্চিত।

xiaomi গাড়ি নির্মাণে গুরুত্ব দেওয়ার জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা লেই জুন আগস্ট মাসের তাদের বৈদ্যুতিক প্রোটোটাইপ গাড়ি সবার সামনে উন্মোচন করতে চায়। উন্মোচন করার পরে গাড়িটি রোড টেস্টিংয়ের জন্য পাঠানো হবে। তবে কোম্পানি তাদের গাড়ির জন্য অনেক প্রোমো তৈরি করবে এবং বিজ্ঞাপনের জন্য বড় প্রস্তুতি নিচ্ছে।

তবে আগ্রহী কাস্টমারদের আরো ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। কেননা শাওমি গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরো সময় লাগবে। ম্যাস প্রোডাকশনে যাওয়া এবং গাড়ি সবার জন্য বাজারে রিলিজ করা আরও সময় সাপেক্ষ ব্যাপার। পুরো প্রক্রিয়া শেষ হতে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। তবে তাদের প্রোটোটাইপ গাড়ি সবার জন্য উন্মোচন করা হবে নাকি শুধু মাত্র কিছু উৎসাহী কাস্টমারদের জন্য এই বিষয়টি এখনো নিশ্চিত নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments