Wednesday, April 24, 2024
spot_img
Homeবাংলাস্মার্ট গাড়ি আনলো হুয়াওয়ে

স্মার্ট গাড়ি আনলো হুয়াওয়ে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি বেশকিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে চীনা জায়ান্ট হুয়াওয়েকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হুয়াওয়ের টেলিকম যন্ত্রপাতি নিষিদ্ধ করেছে। ফলে দেশ দুটির মধ্যে চলছে একটি বাণিজ্যযুদ্ধ। এছাড়াও পশ্চিমা দেশগুলোতে রয়েছে চীনের প্রতি চাপ।

অথচ এগুলোকে আমলেই নেয়নি চীনা জায়ান্ট হুয়াওয়ে। বরং এত কিছুর পরও প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে খুব জোরসে।

স্মার্টফোন বাজারে চীনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে হুয়াওয়ে। পাশাপাশি বিভিন্ন দেশে নিজের অবস্থান পাকাপোক্ত করতে কাজ করছে।

শুধু স্মার্টফোনেই নয়, বরং প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফাইভজি নেটওয়ার্ক নিয়ে অনেক কাজ করছে। এসবের পরও প্রতিষ্ঠানটি আরেকটি খাতে নিজেদের অধরাকে ধরতে চলেছে।

জানা যাচ্ছে, সামনে অনুষ্ঠিতব্য সাংহাই অটোমোবাইল শোতে হুয়াওয়ে নিজেদের প্রথম স্মার্টগাড়ি নিয়ে হাজির হচ্ছে। এজন্য হুয়াওয়ে চীনের আরেক প্রতিষ্ঠান ডংফেং এর সঙ্গে কাজ করেছে।

গাড়িটিতে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ব্যবহার করা হবে তথ্য ব্যবস্থাপনা, গাড়ি ব্যবস্থাপনা, ট্রাফিক শিডিউল ও ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের মতো সব প্রযুক্তি।

ইতোমধ্যে ডংফেং-এর সঙ্গে চুক্তি হয়েছে হুয়াওয়ের। চলতি মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হবে এই শো।

আরো পড়ুন প্রথম প্রটোটাইপ গাড়ি উন্মোচনের মাধ্যমে শাওমির অটোমোবাইল মার্কেটে যাত্রা শুরু হচ্ছে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments