Thursday, March 28, 2024
spot_img
Homeবাংলাপদ্মা সেতু পাড়ি দেয়া প্রথম লেডি বাইকার রুবায়াত রুবা

পদ্মা সেতু পাড়ি দেয়া প্রথম লেডি বাইকার রুবায়াত রুবা

সকাল ৬টায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু।

সেতুর গেট খোলার আগেই শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা যায়। প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেওয়া ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

প্রথম নারী মোটরসাইকেলচালক হিসেবে সকাল ৯টা ২৫ এর দিকে পদ্মা সেতু পাড়ি দেন ঢাকার রুবায়াত রুবা।

পেশায় ইউটিউবার রুবা মাওয়া প্রান্তে সেতুর টোল পরিশোধ করার পর বলেন, “আমি ভীষণ আনন্দিত। পদ্মা সেতু পাড়ি দেওয়াদের প্রথম দিকের একজন হতে পেরে দারুণ লাগছে।”

রুবা বলেন, “সেতু পার হওয়ার জন্য অপেক্ষারত যানবাহনের বিপুল চাপ থাকা সত্ত্বেও, বাইকারদের জন্য আলাদা টোল বুথ থাকায় সময় বেশি লাগেনি।”

“এরপরেও কয়েকজন বাইকার নিয়ম ভেঙে অন্য বুথে গেছে বলে মনে হচ্ছে”, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপচারিতার ফাঁকে জানান রুবা।

পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রুবা বলেন, মূলত সেতুটি দেখতে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য সেতুর অভিজ্ঞতা রেকর্ড করতেই এসেছেন তিনি।

দুর্ঘটনা এড়াতে অন্যান্য আরোহীদেরকে তিনি ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেছেন।

সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো ভোর ৫টা ৫০ মিনিটের দিকেই যানবাহনের জন্য খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পদ্মা সেতুতে গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments