Thursday, March 28, 2024
spot_img
Homeবাংলামোটর প্রেমীদের জন্য তিন দিনব্যাপী ঢাকা মোটর শো ২৩-২৫ জুন

মোটর প্রেমীদের জন্য তিন দিনব্যাপী ঢাকা মোটর শো ২৩-২৫ জুন

সেমস গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে ‘১৫তম ঢাকা মোটর শো’-২০২২। মোটর প্রেমীদের জন্য জনপ্রিয় এই প্রদর্শনী দুই বছর পর আবার শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক আয়োজক সংস্থা “কনফারেন্স অন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস্‌ লিঃ সেমস্ গ্লোবা” আগামী ২৩-২৫ জুন ২০২২ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল,

ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘‘১৫তম ঢাকা মোটর শো-২০২২”, ‘‘৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২”,

৫ম ঢাকা অটোপার্টস শো-২০২২” এবং ‘‘৪র্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২২”।

এই উপলক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস্ গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর সভাপতি ও গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস.মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস্ গ্লোবাল,  ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর গ্রুপ সিইও এস এস সারোয়ার এবং সেমস্  গ্লোবাল এর নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মারকেটিং কমিউনিকেশন ম্যানেজার আমিন মাহমুদ, সুজুকি মোটরবাইক লিমিটেডের হেড অফ সেলস এ কে এম তৌহিদুর রহমান।

টার্বাইন এই আয়োজনে মিডিয়া পার্টনার I

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments