Friday, April 26, 2024
spot_img
Homeবাংলারানারের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সসিলেন্স পুরস্কার অর্জন

রানারের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সসিলেন্স পুরস্কার অর্জন

দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ পুরস্কার লাভ করে।

প্যান-প্যাসেফিক সোনারগাঁ হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির নিকট হতে এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর তিনি এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল লিমিটেড গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্নিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি “। এই সাফল্য অর্জনের জন্য তিনি রানার অটোমোবাইল লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেনI

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও অন্যান্য কর্মকর্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments